প্রদত্ত ছবিটি নিম্ন বর্নিত প্রতিষ্ঠানের সামনে গেটের ছবি। মাদরাসাটি দিনাজপুর জেলার অর্ন্তগত ফুলবাড়ী উপজেলা ধীন ১নং এলুয়াড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খাজাপুর মৌজায় অভিন্ন ১.৫০ একর জমির উপরে অবস্থিত। উক্ত মাদরাসাটি আধাপাকা ০৬টি কক্ষ রয়েছে এবং পাকা ১৫টি কক্ষ তন্মধ্যে অফিস কক্ষ ১টি, অধ্যক্ষ কক্ষ ১টি, শিক্ষক মিলনায়তন কক্ষ ১টি, অবশিষ্ট ১৬টি শ্রেণী কক্ষ, ছাত্রাবাস ২টি, ৪টি শৌচাগার এবং ২টি নলকুপ, ৩টি কম্পিউটর, ৩টি প্রিন্টার, ১টি ল্যাপটপ, ১১টি ফ্যান, ষ্টীল আলমিরা ৪টি, ষ্টীল ফাইল কেবিনেট ৩টি, বৈজ্ঞানিক যন্ত্রপাতি রাখার জন্য আলাদা কাঠের আলমিরা ১টি, বই রাখা কাঠের সেলফ ৪টি ও অতিরিক্ত কাঠের আলমিরা ৪টি রয়েছে । |
০১/০১/১৯৪৫ইং । |
প্রতিষ্ঠাতা জনাব মরহুম আলিয়ে কামিল মোজাদ্দেছে যামান হযরত মাওলানা একরামুল হক মুর্শিদাবাদী পীর সাহেব (রঃ) ১৯৪৫ ইং সালে অত্র খাজাপুর একরামিয়া দ্বি-মূখী ফাযিল স্নাতক মাদরাসাটি প্রতিষ্ঠা করেন । ০৭/০৩/১৯৫৫ ইং সালে দাখিল শ্রেণী খোলা হয়। ০১/০৭/১৯৬৯ ইং সালে আলিম শ্রেণী খোলা হয়। ০১/০৬/১৯৭৮ ইং সালে ফাযিল শ্রেণী খোলা হয়। ০১/০১/২০০৩ ইং সালে ৯ম শ্রেণীর বিজ্ঞান খোলা হয়। ০১/০৭/২০০৬ইং সালে আলিম শ্রেণী বিজ্ঞান খোলা হয়। ০১/০১/২০০১ইং সালে ৯ম শ্রেণীর কম্পিউটার শাখা খোলা হয় । ০১/০১/১৯৮৫ ইং সালে প্রথম এমপিও ভুক্তি হয়। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস